অত্যাবশ্যকীয় সেবার নামে শ্রমিকদের ধর্মঘট করার অধিকার কেড়ে নেয়ার অপচেষ্টা বন্ধ করার দাবিতে এবং প্রস্তাবিত বিল প্রত্যাহারের দাবিতে গত মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সিরাজগঞ্জ প্রেস ক্লাব চত্বরে এক মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে স্কপের পক্ষ থেকে জেলা প্রশাসকের ম্যাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কোর্ট চত্বর ও প্রেস ক্লাব চত্বরের সমাবেশে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক নবকুমার কর্মকার, টিইউসি নেতা সুলতান আহমেদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি পলাশ কুমার ঘোষ। জেলা সিপিবির সভাপতি ইসমাইল হোসেন, সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিড়ির শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, জড়ি ও টুইষ্টিং মিল শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ পরিবহনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা।
সমাবেশে নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার কেড়ে নেয়ার ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এসময় নেতৃবৃন্দ শ্রমিক স্বার্থ বিরোধী সকল কালাকানুন বাতিলের জোর দাবি জানান। পরে নেতৃবৃন্দ সমাবেশ বিক্ষোভ শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।