সদরসিরাজগঞ্জ

গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 “বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবি ” এই শ্লোগান নিয়ে- সিরাজগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র গৌরবোজ্জ্বল ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি), জেনিক, সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে এ উপলক্ষ্যে র‌্যালি প্রদর্শন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

গত শনিবার (২৩ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ গণপূর্ত অধিদফতর সন্মুখ হতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরে গণপূর্ত অধিদপ্তরের সন্মুখে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বেলুনফেস্টুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন এবং সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নওশের আহমেদ তামান্না এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল জব্বার এর সঞ্চালনায় এসময় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মো. আকতারুজ্জামান, সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. লুৎফর রহমান, গণপূর্ত সিরাজগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. শরিফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী (ই/এম), গণপূর্ত ই/এম উপ-বিভাগ, সিরাজগঞ্জের মো. শাহাদৎ আলম খান প্রমুখ।  এছাড়াও গণপূর্ত বিভাগের অন্যান্য প্রকৌশলীগণ, পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রায় ৫ শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button