সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে যথাযথ মর্যাদায় গণহত্যা এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্ততি

আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সিরাজগঞ্জে ৫২তম গণহত্যা ও স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপনের লক্ষ্যে প্রস্ততি সভা গত সোমবার, ৬ মার্চ, সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রায়হান কবির, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান মিয়া, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইসহাক আলী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম সফি ও বীর মুক্তিযোদ্ধা সোহরাব আলী সরকার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা, সাবেক মহিলা এমপি সেলিনা বেগম স্বপ্না, সিরাজগঞ্জ রির্পোটার্স ইউনিটির সভাপতি অশোক ব্যানার্জী,পৌর প্যানেল মেয়র নূরুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু প্রমুখ। এসময় সরকারি নির্দেশনা মোতাবেক ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ভাবগাম্ব্যি ও যথাযোগ্য মর্যাদায় উদযাপনে যাবতীয় প্রস্ততি গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button