রাজনীতি

দীর্ঘ দশ বছর পর বেলকুচি উপজেলা আ.লীগের সম্মেলন

দীর্ঘ দশ বছর পর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগের ২৩ মে সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জাতীয় নেতা শহিদ কামরুজ্জামানের সন্তান, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন। আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত)এস. এম. কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রফেসার মেরিনা জাহান কবিতা এমপি, আব্দুল আওয়াল শামীম, আজিজুস সামাদ ডন ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ কে.এম. হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ আব্দুস সামাদ তালুকদার ও অন্যান্য জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলন সম্পন্ন করার জন্য সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজ ভুঁইয়াকে প্রধান করে, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

সম্মেলনকে কেন্দ্র করে অনেক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে নেতা কর্মীদের মাঝে। ইতিমধ্যে বেলকুচি উপজেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও পৌর আ. লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাচনে তৃণমুল নেতাদের প্রত্যাশা কর্মী ও জনবান্ধব নেতা।

বেলকুচি উপজেলা আওয়ামী লীগের এবারের সম্মেলনে সভাপতি পদে এমপি মমিন মন্ডলসহ তিনজন, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ফজলুল হক সরকারসহ সাতজন প্রতিদ্বন্দীতা করছেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দী প্রার্থীরা হচ্ছেন সিরাজগঞ্জ ৫ (বেলকুচি-চৌহালী) জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি, সাবেক পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস, বেলকুচি পৌরসভার ৪ নং ওয়ার্ডের প্যালেন মেয়র ইকবাল হোসেন রানা।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দী প্রার্থীরা হচ্ছেন বেলকুচি উপজেলা আওয়ামী লীগ এর বর্তমান সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, বেলকুচি উপজেলা আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল হামিদ আকন্দ, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আকন্দ, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফজলুল হক ভাসানী, মাহমুদুল হাসান সেলিম, বনানী থানা আওয়ামী লীগ এর সাংস্কৃতিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাক।

জেলা আওয়ামী লীগের সভাপতি গাজী কে এম হোসেন আলী হাসান বলেন, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হবে তৃনমুল নেতা কর্মীদের চাহিদা মোতাবেক। তারা যেমন নেতা চাইবেন যাকে পছন্দ করেন তাকেই তারা নির্বাচিত করবেন। যাতে আগামী নির্বাচনে দল আরো শক্তিশালিরুপে কাজ করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button