সিরাজগঞ্জের রায়গঞ্জে দীর্ঘ ৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা ছাত্রলীগের সম্মেলন।
স‚ত্রে মারফত জানা যায়, ২৬ মে ২০২২ রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সম্মেলন। দীর্ঘ ৮ বছরের পরে ঘোষিত এই সম্মেলনকে ঘিরে ছাত্রলীগের নেতাকর্মীদের আনন্দের আমেজ লক্ষ করা গেছে।
উপজেলা ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্ন চা এর দোকানে, হাটবাজারসহ সকল জায়গায় চলছে প্রার্থীদের নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচনা। চা চুমুকে চুমুকে চলছে প্রার্থীদের নিয়ে নানা কথার ফুলঝুড়ি। কে হচ্ছেন আগামী দিনের রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
উপজেলা ছাত্রলীগের সম্মেলনে সভাপতি পদে মো. আবুল কালাম আজাদ, মো. ফয়সাল আহমেদ ফরহাত, মশিউর রহমান কিরন, আল মামুন সরকার ও রবিন সরকার প্রতিদ্ব›িদ্বতা করবেন বলে জানা গেছে। অপরদিকে সাধারণ সম্পাদক পদে মো. নাসিম সরকার, রাশেদ রায়হান জয়, শোয়েব আক্তার ও সাব্বির আহমেদ স্বাধীন প্রতিদ্ব›িদ্বতা করছেন।
এ বিষয়ে ৬৪ সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ বলেন, যারা ত্যাগী, যারা সৎ, যারা পরিশ্রমী, যারা রাজপথের কর্মী তাদের হাতেই সম্মেলনের মাধ্যমে রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের দায়িত্ব তুলে দেয়া হবে।