সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপিত

টেকসই দুগ্ধ শিল্প সুস্থ মানুষ সবুজ পৃথিবী- এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে সিরাজগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা ও শোভাযাত্রা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাএ -ছাএীদের মধ্যে চিএাংকন ও কুইজ রচনা প্রতিযোগিতা বিজয়ী অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার, ০১ জুন, সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে কালেক্টোরেট চত্বর থেকে শোভাযাত্রাটি অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। শোভাযাত্রাটির শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমান। পরে অফিসার্স ক্লাবে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগ সিরাজগঞ্জের আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভার সভাপতিত্ব সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমান। 

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গৌরাঙ্গ কুমার তালুকদার, আলোচনাসভায় অনন্যদের মধ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( আইসিটিও শিক্ষা) মো. রায়হান কবির, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মাদ রিয়াজ উদ্দিন, বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তর রাজশাহী বিভাগ রাজশাহী পরিচালক ড. মো. নজরুল ইসলাম ঝন্টু, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, মোহাম্মদ হান্নান মিয়া, জেলা ট্রেনিং অফিসার ডা. মো. হাবিবুর রহমান, কৃষি সম্প্রশারন অধিদপ্তরের উপপরিচালক বাবলু কুমার সূত্রধর।  এসময় আরও বক্তব্য রাখেন উপপরিচালক (এডমিন) ডা. রঞ্জিত চক্রবর্তী, সেক্রটারী ডিআই এন মাইউর রহমানসহ সলপ ঘোল এন্ড সদেশ দান দই ঘরের প্রোপ্রাইটর আব্দুল মালেক।

 অনুষ্ঠান সঞ্চালনা করেন, রায়গঞ্জের ভেটেরিনারি সার্জন আমিনুল ইসলাম এবং রায়গঞ্জ প্রানিসম্পদ অধিদপ্তরের কর্মকতা ডা.আজমেরী হাসনাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button