স্টাফ রিপোর্টার : ধর্ম যার যার উৎসব সবার এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ ২০২২ অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সিরাজগঞ্জ সরকারি কলেজের শেখ কামাল অডিটোরিয়ামে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লত মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম বার,পিপিএম বার, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ড.জান্নাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ উইমেন্স চেম্বারে সভাপতি শারিতা মিল্লাত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবু অ্যাডভোকেট বিমল কুমার দাস, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. সুকুমার চন্দ্র দাস, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রাণ গোবিন্দ চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ হুমায়ন কবির, জেলা পূজা উদযাপন পরিষদের সহ- সভাপতি বিজয় দত্ত অলক, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন স্যানাল, দেবাশীষ দাস,দপ্তর সম্পাদক সুন্টু গুণ, মহিলা বিষয়ক সম্পাদক দুলালী রানী সাহা, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সদর থানার সভাপতি অশোক ব্যানাজী, সদর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি সাহাসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন সস্তের নেতৃবৃন্দ।
বক্তাগণ বলেন, প্রতি বছর মত এবারও শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের শহর, থানা ও বিভিন্ন পাড়া মহল্লায় অসহায় মানুষদেরকে শাড়ী, লুঙ্গি বিতরণ- এটা সত্যিই প্রশংসা দাবিদার। বাংলাদেশে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান জাতি বর্ণ নির্বিশেষে একসাথে বসবাস করে মিলে মিশে থাকলে শষ্য শ্যামলা ও কৃষি নির্ভর শীল সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
উল্লেখ্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে অসহায়দের মাঝে ১৫ শাড়ি এবং লুঙ্গি বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক রিংকু কুন্ডু।