কামারখন্দ প্রতিনিধি: রুখবো দূর্নীতি গড়বো দেশ। হবে সোনার বাংলাদেশ। এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনা ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি কামারখন্দ সিরাজগঞ্জ এর আয়োজনে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়।
এসময় রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়, জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়, কোনাবাড়ি ইসাহাক উচ্চ বিদ্যালয়, জেভসিস ফ্লাইওভার উচ্চ বিদ্যালয়, মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়, ভদ্রঘাট সামছুন মহসিন উচ্চ বিদ্যালয়, চৌবাড়ী ইসলামীয়া উচ্চ বিদ্যালয়, জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
কামারখন্দ দূর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক গোলাম কিবরিয়ার সার্বিক সহযোগিতায় সহসভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে তিন দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমা খাতুন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশিক আহসান। উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আনন্দ কুমার মন্ডল সহ বিদ্যালয়গুলোর শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।