সিরাজগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল ‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ’।
গত ৬ জুন মঙ্গলবার বিকাল ৪ টার দিকে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সিরাজগঞ্জ এর আয়োজনে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সিরাজগঞ্জ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ ও বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়।
বিতর্ক প্রতিযোগিতায় বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় ১ম স্থান লাভ করে।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দুর্নীতি কমিশন পাবনা সমম্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. খাইরুল হক। সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার অতিরিক্ত দায়িত্ব মো. আফসার আলী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মো. রিদওয়ান আহমেদ রাফি। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আইয়ুব আলী। আরও উপস্থিত ছিলেন বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নূরুল আলম শেখ, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মোস্তফা কামাল, প্রতিযোগিতার সময় পরিচালনা করে মাকসুদা খাতুন প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেন।