সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানাকর্মসূচীর মধ্যে দিয়ে সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩ পালিত হয়। গতকাল ৯ ডিসেম্বর, শনিবার, জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয়,পাবনা এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সিরাজগঞ্জ এর উদ্যোগে এই দিবস পালিত হয়। 

দিবসের সকালে মানববন্ধন ও আলোচনা সভা কুইজ প্রতিযোগিতায় ,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের  আয়োজন করা হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল মতিন মুক্তার সভাপতিত্বে স্থানীয় জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবর রহমান ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনার সহকারী পরিচালক মো. আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার আ ফ ম ওবায়দুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মো. ইসমাইল হোসেন, এনডিপি’র পরিচালক (সিএসপি) মো. মোসলেম উদ্দিন আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন, বি এল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, হৈমবালা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল¬াহেল কাফি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি সরকার ছানোয়ার হোসেন, সদস্য মো. হোসেন আলী (ছোট্ট), কাজি সোহেল রানা, মোছা. মাকসুদা খাতুন, মোছা. আঞ্জুয়ারা খাতুন, মওলানা শহিদুল ইসলাম ও গৌতম সাহা।

প্রধান অতিথি জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন, দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় রূপারিত করতে সকলকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। শুদ্ধাচার চর্চা করতে হবে। তিনি বলেন দুর্নীতি হচ্ছে  নৈতিক বা আদর্শের বিচ্যুতি। বড় আকারে বললে বলা যায় দুর্নীতি হচ্ছে ঘুস খাওয়া, অপরের সম্পদ ঘ্রাস করা, ক্ষমতার অপব্যহার । সর্বপরী  মূল্যবোধের অবক্ষয়ই দুর্নীতি। তাই যার যার অবস্থান থেকে  মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। তবেই একদিন এই দিবস পালন সার্থক হবে।    

শহরের জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে আটটায় জাতীয় পতাকা, দুদক পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করা হয়।

প্রধান অতিথি জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমান উপস্থিত সকলকে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী জোবায়ের জিকো ও শ্রীপর্না সাহা।

পরে মুজিব সড়কে দিবসের মানব বন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীগণ, বিএনসিসি দল, স্কাউট দল কর্মূচীতে অংশগ্রহন করেন।

এছাড়াও, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) ডিএইচআরএনএস প্রজেক্টের কর্মকর্তা ও কর্মীগন দুর্নীতি বিরোধী দিবসের কর্মসূচিতে নিজ নিজ কর্মসুচির ব্যানার সহকারে অংশগ্রহণ করে।

উলে¬খ্য জাতিসংঘ সাধারণ পরিষদে ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে বাংলাদেশে সরকারিভাবে এই দিবসটি পালন করা হয়। এর আগে দিবসকে কেন্দ্র করে শহরের বিভিন্ন সড়কে দুর্নীতি বিরোধী সচেতনতামূলক শ্লোগান লেখা পোস্টার লাগানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button