আব্দুর রাজ্জাক বাবু বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে রুবেল হোসেন (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার, ১৫ জুলাই রাত ৮ টার সময় বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরপাড়ে এই ঘটনা ঘটে।
নিহত যুবক বেলকুচি পৌর এলাকার চালা সাত রাস্তা গ্রামের লোকমান হোসেন ওরফে টিন লোকমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর পাড়ে মাঝে মাঝে বসে থাকত রুবেল। তারই ধারাবাহিকতায় সেদিনও বসে ছিল। কোন এক সময় দূর্বত্তরা তাকে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে ফেলে রেখে চলে যায়।
পরে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে হসপিটালের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মরিয়ম খাতুনকে ডেকে নিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মরিয়ম খাতুন জানান, একটা অপরিচিত ছেলে রাত ৮:১১ মি: আমার কাছে এসে ব্যান্ডেজের গজ চায়। আমি তাকে জিজ্ঞেস করি কি হয়েছে। তখন আমাকে বলে কে যেন রুবেলকে কুপিয়ে ফেলে রেখে গেছে। এই কথা শুনে সহকর্মীকে সাথে নিয়ে এগিয়ে গিয়ে দেখি একজন মারাত্মকভাবে জখম হয়ে পুকুর পাড়ে পরে আছে। অবস্থার বেগতিক দেখে তাকে খাঁজা এনায়েতপুর মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালের পাঠানো হয়েছে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ খায়রুল বাশার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরপাড়ে দূর্বত্তের হাতে রুবেল হোসেন নামের এক যুবক খুন হয়েছে। কেন, কি কারণে তাকে হত্যা করা হয়েছে বিষয়টি নিয়ে তদন্তে পুলিশের কয়কটি ইউনিট কাজ করছে,খুব শীঘ্রই খুনের আসল রহস্য উদঘাটন করতে পারবো। লাশ ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্ত করা হয়েছে।