আব্দুর রাজ্জাক বাবু, বেলকুচি প্রতিনিধি: শুক্রবারে, ১২ আগষ্ট, সিরাজগঞ্জের বেলকুচিতে দৈনিক করতোয়া পত্রিকার ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এদিন সকাল ১১টায় র্যালি ও বেলকুচি উপজেলা প্রেসক্লাব ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন করতোয়া বেলকুচি প্রতিনিধি বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান। আলোচনা সভা সঞ্চালনা করেন যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা দেলখোস আলী প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি লুৎফর রহমান মাখন, ৭১টিভির জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সদস্য সাংবাদিক আবু মুসা, পারভেজ আলী, সবুজ সরকার, উজ্জল অধিকারী, আব্দুর রাজ্জাক বাবু, ফারুক সরকার. সোহাগপুর এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল রেজা, সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদ এবং আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তাগন বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও প্রকাশের মধ্যদিয়ে দৈনিক করতোয়া পাঠক সমাজের আস্থা সৃষ্টি করেছে। এসময় বক্তাগন, সারা দেশের সংবাদ পাঠকদের প্রিয়মুখ দৈনিক করতোয়া পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এর আগে উৎসব মুখর পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে ৪৭তম প্রতিষ্ঠার র্যালি বের করা হয়।