উল্লাপাড়া প্রতিনিধি : দৈনিক করতোয়া পত্রিকার ৪৭ বছরে পদার্পণ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১০ টায় উল্লাপাড়া প্রেসক্লাবে এক অনুষ্ঠানের অয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উল্লাপাড়া প্রেসক্লাবের আহবায়ক আব্দুল বাতেন হিরু। সঞ্চালনা করেন সমকালের উল্লাপাড়া প্রতিনিধি কল্যান ভৌমিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার উজ্জল হোসেন, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জেলা পরিষদ সদস্য সাংবাদিক গোলাম মোস্তফা, অধ্যাপক শামীম হাসান, কলামিষ্ট অধ্যাপক নাজমুল হক, ইনকিলাবের জেলা প্রতিনিধি পীরজাদা সৈয়দ শামীম সিরাজী, ইত্তেফাক প্রতিনিধি এ আর জাহাঙ্গীর, মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক রকিবুল ইসলাম, সাপ্তাহিক সাহসী জনতার সম্পাদক রিয়াজুল ইসলাম সবুজ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এনামূল হক ও দৈনিক করতোয়ার উল্লাপাড়া প্রতিনিধি নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা স্মৃতিচারণ করে দৈনিক করতোয়াকে গণ মানুষের প্রিয় পত্রিকা হিসেবে অখ্যায়িত করে বলেন, দৈনিক করতোয়া নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, দেশীয় সংস্কৃতি ধারণ করে সকল মানুষের প্রিয় কাগজ হিসেবে আরো সমৃদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে করতোয়া সাংবাদিক নজরুল তনয়া ঢাবি শিক্ষার্থী নওরীন ইসলাম তন্বী একটি কবিতা আবৃত্তি করেন। আলোচনা শেষে করতোয়া প্রতিনিধিকে সঙ্গে নিয় অতিথিবৃন্দ পত্রিকার জম্মদিনের কেক কাটেন। প্রেসক্লাবে আয়োজিত করতোয়ার জম্মদিনের অনুষ্ঠান বিভিন্ন পত্রিকার সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সুশীল সমাজের নেতৃবৃন্দের আনন্দ মিলন মেলায় পরিণত হয়।