সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে আরও একটি দৈনিক পত্রিকার আত্মপ্রকাশ

প্রতিদিন প্রতিবেদক : সিরাজগঞ্জ শহর থেকে বীর মুক্তিযোদ্ধা ফিরোজ ভূইয়ার প্রকাশনা ও সম্পাদনায় আরও একটি ‘দৈনিক শ্যামল বাংলা’ পদচলা শুরু হলো। মঙ্গলবার, ২৫ অক্টোবর, সন্ধ্যায় সিরাজগঞ্জ প্রেস ক্লাব সম্মেলন কক্ষে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার প্রত্যয় নিয়ে স্থানীয় দৈনিক শ্যামল বাংলা পত্রিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ^াস দৈনিক শ্যামল বাংলা পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

প্রকাশনা উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম। পত্রিকার নির্বাহী সম্পাদক দিলীপ গৌর এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফিরোজ ভূইয়া স্বাগত বক্তব্য রাখেন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুস সামাদ তালুকদার, জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার, সাধারণ সম্পাদ আবু বকর ভূইয়া, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল, জেলা যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য একরামুল হক, জেলা বাসদের আহ্বায়ক নব কুমার কর্মকার, বিশিষ্ট আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাড. মাহবুবুবে খোদা টুটুল প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম চৌধুরী (জগলু চৌধুরী), সিরাজগঞ্জ প্রেস ক্লাব এর সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার হীরক গুণ, এখন টেলিভিশনের রিফাত রহমান, ডিবিসি প্রতিনিধি খালেদ রহমান হৃদয়, সময় টিভি প্রতিনিধি রিংকু কুন্ডু, কালের কন্ঠ প্রতিনিধি স্বপন চন্দ্র, আজকের সিরাজগঞ্জ প্রতিনিধি ছাম্মি আহমেদ আজমীর ও আমন্ত্রিত সুধী মন্ডলী। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতার ৫২ বছর পর আজকের প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধে সঠিক চিত্র তুলে ধরতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে বর্ণ, ধর্ম, গোত্র সবমিলিয়ে সম্প্রীতির সংস্কৃতির মেলবন্ধনকে দৃঢ় করতে হবে। দৈনিক শ্যামল বাংলা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বাঙালি সংস্কৃতি বিকশিত করার জন্য কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button