সদরসিরাজগঞ্জ

দৈনিক যুগান্তর ও আজকের সিরাজগঞ্জ এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জে বর্ণিল আয়োজনে স্থানীয় দৈনিক আজকের সিরাজগঞ্জ ও জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার পৃথকভাবে একযুগ ও ২৫ বছর পূর্তি আলোচনা সভা, কেক কেটে ও বিশেষ মোনাজাত এর মধ্যদিয়ে উদযাপিত হয়।

গত ২১ ফেব্রুয়ারি দুপুরে সিরাজগঞ্জ প্রেস ক্লাব হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তরের জেলা প্রতিনিধি জেহাদুল ইসলাম। সঞ্চালনা করেন ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি দিলীপ গৌর।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী বলেন, যুগান্তর বস্তুনিষ্ট ও নিরপেক্ষ সংবাদ প্রকাশে অবিচল। পাঠকের মন জয় করে যুগ যুগ ধরে টিকে থাকুক যুগান্তর। এবং সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকা মুক্তিযুদ্ধের স্বপক্ষে কথা বলে এবং সমাজের অসঙ্গতি সম্ভাবনা উন্নয়ন ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে একযুগ ধরে তার সুনাম অর্জন করেছে। তিনি এ পত্রিকার আরও সফলতা কামনা করেন।

এসময় প্রধান আলোচক সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার সংবাদপত্র ও সাংবাদিকতার ইতিহাস এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিশ্লেষনমূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আ. লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজ ভুইয়া, পৌরসভার প্যানেল মেয়র নুরুল হক, জেলা আ.লীগ নেতা অ্যাড. আব্দুর রউফ পান্না, প্রবীন সাংবাদিক যুগান্তর উল্লাপাড়া প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আজকের সিরাজগঞ্জ এর প্রধান সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম বাবু, দৈনিক যমুনা প্রবাহের সম্পাদক মোস্তফা কামাল তারা প্রমুখ।

এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, দৈনিক যুগান্তর ও আজকের সিরাজগঞ্জ এর বিভিন্ন উপজেলা প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভা শেষে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, চৌরাস্তা জামে মসজিদের মোয়াজ্জিন কারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button