দৈনিক দেশ রূপান্তরের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সোমবার সিরাজগঞ্জে নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের মধ্যে ছিল, বর্ণাঢ্য র্যালী, কেককর্তন ও আলোচনাসভা। এতে প্রধান অতিথি ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম। বিশেষ অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদ রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো: ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: রিফাত-উর-রহমান, সহকারী প্রক্টর বরুণ চন্দ্র রায়। রংধনু মডেল স্কুল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শাহজাদপুর প্রেক্লাবের সভাপতি বিমল কুন্ডু। বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেক্লাবের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন, সাংবাদিক মো: মুমীদুজ্জামান জাহান, সাংবাদিক মনিরুল গণি শুভ্র চৌধুরি, সাংবাদিক সাগর বসাক, সাংবাদিক ওমর ফারুক, সাংবাদিক ফারুক হাসান কাহার, সাংবাদিক উজ্জল অধিকারি, হুয়ায়ুন মির্জা, সাংবাদিক রওশন আলম,সাংবাদিক শফিকুল ইসলাম পলাশ, সাংবাদিক লিটন শেখ,সাংবাদিক আরিফিন মুন, সাংবাদিক রীমেল সরকার, সহকারী শিক্ষক মামুন, সহকারী শিক্ষক সাহেদ আলী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম বলেন, দৈনিক দেশ রূপান্তর তাদের সাংবাদিকতায় গঠনমূলক ও বস্তুনিষ্ঠ্য সংবাদের উপর গুরুত্ব দিয়ে থাকে। এ জন্য তারা প্রকাশনার শুরু থেকেই ব্যাপক সমাদ্রিত ও পাঠক নন্দিত হয়ে উঠেছে। পাঠকেরা সত্য জানার জন্য সংবাদ মাধ্যমের উপর নির্ভর করে। তথ্য সঠিক হলে পাঠক ঋদ্ধ হয়। কিন্তু তথ্য অসত্য হলে পাঠককে বিভ্রান্ত করে। স্বাধীনতার মাসে উপাচার্য শাহ্ আজম বাঙালি জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এবং একইসাথে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। দেশ রুপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি দেশ রুপান্তর পত্রিকার জন্য শুভেচ্ছা জানান।
পরবর্তী দেখুন
17 hours ago
সিরাজগঞ্জে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত
17 hours ago
এনডিপি’র ঋণ সহায়তা কর্মসূচির পরিচালক মোসলেম উদ্দিন আহমেদ এর থাইল্যান্ড ভ্রমণ
17 hours ago
সিরাজগঞ্জে উৎসব মূখর পরিবেশে এসএ টিভির ১২’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
17 hours ago
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে শীতবস্ত্র বিতরণ
17 hours ago
এনডিপির উদ্যোগে জেলা হিউম্যান রাইটস এন্ড ফেক্ট ফাইন্ডিংস বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
এ সম্পর্কিত আরও পড়ুন
মন্তব্য করুন
Check Also
Close