সিরাজগঞ্জ থেকে প্রকাশিত বহুল প্রচারিত জনপ্রিয় ‘দৈনিক যুগের কথা’ পত্রিকার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দৈনিক যুগের কথা পরিবারের আয়োজনে শনিবার (১ জুলাই) সন্ধায় সিরাজগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাঁটা হয়।
এসময় বক্তব্য রাখেন, দৈনিক যুগের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুল কুদ্দুস, সদস্য আব্দুল হামিদ খান হিরা, সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিরাজগঞ্জ প্রতিনিধি শহিদুল ইসলাম ফিলিপস, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু, দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠের সম্পাদক ও প্রকাশক শফিক মোহাম্মদ রুমন, প্রতিদিনের সংবাদ এর জেলা প্রতিনিধি গাজী এসএইচ ফিরোজী প্রমুখ। এসময় সিরাজগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিরাজগঞ্জ থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক যুগের কথা । ২০০৯ সালের ১ জুলাই সিরাজগঞ্জে সংবাদপত্র জগতে নতুন বার্তা, চেতনায় দেশপ্রেম স্লোগানকে বুকে ধারণ করে এক ঝাক তরুন সংবাদ কর্মী নিয়ে দৈনিক যুগের কথা অগ্রযাত্রা শুরু করেছিল। ১৫ বর্ষে পদার্পণের এই দিনে আমাদের অগণিত পাঠক, শুভাকাঙ্ক্ষী, বিজ্ঞাপনদাতা সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক যুগের কথার সম্পাদক ও প্রকাশক হেলাল উদ্দিন।