সিরাজগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করায়, মূল্য তালিকা না থাকায়, আমদানি বিহীন কসমেটিক দ্রব্য মওজুত রাখায় ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৯ অক্টোবর) সকালে সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনার সময় এ জরিমানা কওে ভ্রাম্যমান আদালত। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো.মাহমুদ হাসান রনি।
অভিযান সূত্রে জানা যায়, চিনির মূল্য নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় শেখ ইন্টারপ্রাইজ( লিটন শেখ)কে ৩০ হাজার,কড্ডার মোড়ে অবস্থিত ভাই ভাই এন্টারপ্রাইজ মালিক আব্দুল খালেককে ৫০ হাজার ,আব্দুল করিম ট্রেডার্স( চালের দোকানে মুল্য তালিকা না থাকায়) কে ১০ হাজার, ইমরান ইন্টারপ্রাইজ কে মূল্য তালিকা না থাকায় ৩৮ এ ৬ হাজার,লিসিথা কস্মেটিক আমদানি বিহীন কস্মেটিক রাখায় ২ হাজার,আলামিন মেডিকেল হল কে ফিজিশিয়ান স্যম্পল রাখায় ২ হাজার সর্বমোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মো.মাহমুদ হাসান রনি বলেন, জরিমানা করার সময় ওই সব দোকান মালিকদের সচেতনও করা হয়। এ ধরণের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে জানায় সংশ্লিষ্ট দফতর।