স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত লাইসেন্স বিহীন সার বিক্রির অভিযোগে একটি দোকান সীলগালা, একটিকে ৫০ হাজার টাকাসহ ৮০ হাজার টাকা জরিমানা করে। মঙ্গলবার (৩০ আগস্ট) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় তার সাথে ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মো. সাব্বির আহমেদ সিফাত।
লাইসেন্সবিহীন সার বিক্রির অভিযোগে বাগবাটি বাজারের মো. হাসান তারেককে ৫০ হাজার, ধলডোব বাজারের মো. সম্পদ আলীকে ১০ হাজার ও বাগবাটি বাজারেরমো. আশরাফ আলীর দোকান সীলগালা করা হয়েছে। এছাড়া সঠিক মূল্য তালিকা না থাকায় বাগবাটি বাজারের খুচরা সার ও কীটনাশক বিক্রেতা মো. ইদ্রিস আলী ও মো. মুরাদ হাসানকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। সিরাজগঞ্জ সদরের সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কে এস রহমান শফি এতথ্য নিশ্চিত করে।