আশিক সরকার, কামারখন্দ প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলার জামতৈল ইউনিয়ন আওয়ামী যুবলীগ আয়োজিত মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জামতৈল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ সভাপতি জুলফিকার আলী ভুট্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলম মন্ডলের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সিরাজগঞ্জ উইমেন্স চেম্বার অব কমার্স অ্যন্ড ইন্ড্রাষ্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি শারিতা মিল্লাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, সহ সভাপতি মকবুল হোসেন, যুগ্ম সম্পাদক সেলিম রেজা, যুবলীগের আজিজুর রহমান বাবু, বুলবুল আহম্মেদ, জুয়েল রানা, মিজানুর রহমান মিজু সহ উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।