স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সালেহা ইসহাক সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরনী সভা বুধবার (৩১ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফসার আলীর সভাপতিত্বে মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যালয় বি এল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম শেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেস ক্লাব এর সভাপতি ও বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা হেলাল আহমেদ. সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম আজাদী। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. মোয়াজ্জেম হোসেন। শিক্ষকবৃন্দের পক্ষ থেকে বক্তব্য আব্দুর রহিম ও মাযহাব কাক্কা।
বক্তাগণ বলেন, ইসলাম ধর্মে নারীর অনেক উঁচু মর্যাদার কথা বলা হয়েছে। নারীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য অনেক কাজ করতে হবে। শিক্ষার্থীরা সবসময়ই শালীনতা বজায় রেখেই চলাচল করলে কেউ কটু কথা বলার সুযোগ পাবে না। নারী সুশিক্ষিত হলে পুরো পরিবার সুশিক্ষিত হয়। মাহফিল পরিচালনা করেন মাওলানা মো. মোয়াজ্জেম হোসেন। শেষে ধর্ম বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।