ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো সিন্ডিকেট ব্যবসায়ীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বাম গণতন্ত্রী জোট সিরাজগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করে।
জোট এর সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে মঙ্গলবারম ১৫ মে, বিকেল ৫টায় সিরাজগঞ্জ প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহব্বায়ক নব কুমার কর্মকার। এসময় বক্তব্য রাখেন বাসদ নেতা খয়ের আলী, সন্তোষ কুমার বাবু, সিপিবি নেতা সুলতান আহমেদ সুনিল কুমার, শফিকুল ইসলাম শফি, ছাত্র ফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বাসদ নেতা সরোয়াদ্দীয় কান প্রমুখ।
এসময় বক্তাগন বলেন সবকিছুর দাম লাগামহীন ভাবে বেড়ে যাচ্ছে। এসময় তারা অবিলম্বে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোসহ মজুতদার মুনাফাখোরদের শাস্তি দাবি করেন।