সব ধর্মের মানুষকে অসাম্প্রদায়িকতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সিরাজগঞ্জ সদর উপজেলায় ৮ নং কাওয়াকোলা ইউনিয়নে সামাজিক সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শহিদ শেখ রাসেল শিশু পার্কের সামনে সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া মুন্সী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সচিব মো. সাইদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ -২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.হাবিবে মিল্লাত মুন্না এমপি ।
সামাজিক সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না বক্তব্য বলেন,হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ইসলাম সকল ধর্মের মানুষ রক্তক্ষয়ী যুদ্ধে অংশগ্রহণ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বাধীন করেছে। সুতরাং আমাদের সন্তাদের দিকে নজর রাখতে হবে যাতে সন্তানরা কোন প্রকার দেশবিরোধী কাজে লিপ্ত না হয়। কোনও ধর্মই সংঘাতকে সমর্থন করে না। যারা ধর্মীয় বিদ্বেষ ছড়িয়েছে সাম্প্রদায়িক দ্বন্দ্ব বা সংঘাতের সৃষ্টি করছে তারা ধর্মের শত্রু। এদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। এ বন্ধন অটুট রাখার দায়িত্ব আমাদের সকলের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. জামাত আলী মুন্সী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাকিবুল হাসান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দিন,জেলা ছাত্রলীগের সভাপতি মো. আহসান হাবিব খোকা, ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল আলীম ভূইয়া, কাওয়াকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা আলী আকবরসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ,মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের জনসাধারণ।