স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের দরগাহরচর গ্রামের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে (১৪) বাড়ির সামনে থেকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ মামলায় পুলিশ মঙ্গলবার দুপুরে দুই যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃতরা দরগাহরচর গ্রামের কিরণ খাঁ (২৪) ও ভেকু চালক শেরপুর সদর উপজেলার পূর্ব সুলতানপুর গ্রামের ফাইজুল ইসলাম (২২)।
এ বিষয়ে পুলিশ ও এলাকাবাসি জানায়, গত ২৭ আগষ্ট রাত সোয়া ৯টার দিকে বিদ্যুৎ চলে যাওয়ায় ওই গ্রামের শান্ত খলিফার মেয়ে ৬ষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রী(১৪) বাড়ির সামনে দাড়িয়েছিল। এ সময় কিরণ ও ভেকু চালক ফাইজুল ইসলাম তার মুখ চেপে ধরে পার্শ্ববর্তী কাঠবাগানে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে মূমুর্ষ অবস্থায় তাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তার মা তাকে খোঁজাখুজির এক পর্যায়ে ওই কাঠবাগান থেকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে ধর্ষিতার বাবা শান্ত খলিফা বাদি হয়ে কিরণ ও ফাইজুলকে আসামি করে শাহজাদপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। এদিন অভিযান চালিয়ে শাহজাদপুর থানা পুলিশ অভিযুক্ত এ দুজনকে আটক করে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করে।
এ বিষয়ে ধর্ষিতার বাবা শান্ত খলিফা জানান, অভিযুক্তদের মধ্যে ভেকু চালক কিরণ তার মেয়েকে বিভিন্ন ভাবে উত্যাক্ত করে আসছিল। ওই দিন এ দুজন যোগ সাজসেই আমার মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ বিষয়ে শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মঈনুল ইসলাম জানান, অভিযোগের প্রেক্ষিতে আমরা কিরণ ও ফাইজুলকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি। এছাড়া এদিন মেয়েটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।