রাজধানীর ধানমন্ডিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন, মো. আকাশ (১৬) ও মো. নাজিম হোসেন সাব্বির (১৮)। আকাশ নবম ও সাব্বির দশম শ্রেণির শিক্ষার্থী। দুজনের বাসা রাজধানীর বাংলামোটর এলাকায় বলে জানা গেছে।
আকাশ ও সাব্বিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন মো. সিয়াম নামের এক ব্যক্তি। তিনি জানান,পাঁচ থেকে ছয়জন মাদকসেবীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই শিক্ষার্থীর ওপর হামলা চালানো হয়। দুর্বৃত্তরা দুজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।