বেলকুচিসিরাজগঞ্জ

বেলকুচি কৃষকের কাঁচা ধান কেটে নিল দুর্বৃত্তরা

Eye Hospital Rajshahi

আব্দুর রাজ্জাক বাবু, বেলকুচি প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে এক কৃষকের জমির কাঁচা ধান কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে কৃষকের আনুমানিক ১৫ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ কৃষক দাবী করেন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ৮ টার দিকে উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড জোকনালা এলাকায় এ ঘটনা ঘটে।

থানায় অভিযোগ সুত্রে জানা যায়, ভাঙ্গাবাড়ি ইউনিয়নের জোকনালা এলাকায় মো. হাফিজ উদ্দিনের ২৪ শতক জমি দিনমজুর গরিব ভাতিজা শরিফুল দীর্ঘদিন চাষ আবাদ করে আসছেন। সেই জমির চারপাশে প্রভাবশালীদের জমি থাকায় প্রায় সময় হাফিজ উদ্দিনকে তাদের কাছে ২৪ শতক জমি বিক্রির চাপ দিয়ে আসছিলেন এতে হাফিজ রাজি না হওয়ায়,মঙ্গলবার সকাল আনুমানিক ৮ টার সময় এলাকার আনোয়ার হোসেন ভূট্টু, কাদের প্রামানিক, আলম প্রামানিক,  হাবিব প্রামানিক সহ ৮/১০ জনের একদল সন্ত্রাসী জড়ো করে ২৪ শতক জমির কাঁচা ধান কেটে নিয়ে যায়। এসময় শরিফুল বাঁধা দিতে গেলে তার উপর হামলার চেষ্টা করে ওইসব সন্ত্রাসীরা।

এলাকার ইউপি সদস্য নুরুন-নবী বলেন, জমি নিয়ে হাফিজ উদ্দিন ও আনোয়ারদের সাথে বিরোধ আছে তবে জমির বাগিরদার শরিফুলের কাঁচা ধান কেটে নষ্ট করা মটেই ঠিক হয় নাই। এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন বলেন কাঁচা ধান কেটে নেওয়ার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button