সংবাদদাতা প্রেরীত: বগুড়া জেলার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের মাধবডাঙ্গা পূর্বপাড়ায় পূর্ব শক্রতার জের ধরে ব্যবসায়ীর বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ।এ বিষয়ে আক্রান্ত ব্যক্তির পক্ষ থেকে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, বগুড়া জেলার ধুনট উপজেলার মাধবডাঙ্গার মাংস ব্যবসায়ী লেবু মিয়া (৩৭)এর সাথে টাকা পয়সা নিয়ে একই গ্রামের মৃত রেফাজ ব্যাপারীর পুত্র সাহেব আলী (৬০) এর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই এক পর্যায়ে ২৯মে, সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে লেবু মিয়া বাজারে যাবার পথে দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে সাহেব আলী (৬০ গং অতর্কিত ভাবে হামলা চালিয়ে বেধড়ক মারপিট কওে করে। এসময় ব্যবসায়ীর নিকট থাকা টাকা ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। পরে হামলাকারীরা লেবু মিয়ার বাড়ীতে হামলা চালিয়ে বাড়ী ঘর ভাংচুর ও লুটপাট করে। আহত অবস্থায় লেবু মিয়া কে স্থানীয়রা উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। লেবু মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে রেফার্ড করে।
এবিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, অভিযোগ পত্রটি আমি এখনো দেখিনি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।