চৌহালীসিরাজগঞ্জ

চৌহালীতে ডিগ্রি পাস পরীক্ষায় নকল সরবরাহের দায়ে দুজনকে কারাদন্ড

ইদ্রিস আলী,  চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ডিগ্রী পাস ও সার্টিফিকেট পরীক্ষায় নকল সরবরাহের দায়ে দুজনকে গ্রেফতার করা হয়। গত সোমবার (০১ জুলাই) বিকাল সাড়ে চারটায় চৌহালী এসবিএম কলেজ পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের সময় হাতেনাতে গ্রেফতার করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।

গ্রেফতার কৃতরা হলো-খাষপুখুরিয়া গ্রামের মো. ওমর ফারুক (২১)কে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১৫ দিন ও খাষকাউলিয়া গ্রামের মোছা. মমতাজ পারভীন(৪৫) দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

জানা গেছে, উপজেলার চৌহালী এসবিএম কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা পরিদর্শনের জন্য উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান কেন্দ্র যান। এ সময় বই কেটে উত্তরপত্র কেন্দ্রের পরীক্ষার্থীদের মাঝে সরবরাহ করার সময় ওই দুই জনকে বইয়ের পাতাসহ গ্রেফতার করে থানায় নিয়ে যান।

পরে গ্রেফতার হওয়া ওই দুইজনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে মো. ওমর ফারুককে ১৫ দিন ও মমতাজ পারভীনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয় বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button