স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ১০ অসহায় ও দুস্থ ব্যাক্তিকে নগদ অর্থ তুলে দেওয়া হয়। বুধবার, ১৭ আগষ্ট, বিকেল ৫ টায় শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অর্থ সহয়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মনির হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি গণপতি রায়, কাজিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি রিদওয়ান আহমেদ রাফি,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, কাজিপুর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ও কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল প্রমুখ।