স্টাফ রিপোর্টার : ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখে হাসে মোর টগবগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে’ সিরাজগঞ্জে বাংলা সাহিত্য সংস্কৃতির প্রবাদ পুরুষ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে ৭ দিনব্যাপী অনুষ্ঠান মালার দ্বিতীয় দিনে আনন্দ শোভাযাত্রা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার, ২৫ মে সকালে নজরুল একাডেমী সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে ১২৪ তম, জন্মোৎসবে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও নজরুল একাডেমী কার্যনিবাহী কমিটির সদস্যও বিভিন্ন নাট্য সংগঠনের সমন্বয়ে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম এসে শেষ হয়। এর আগে বর্নাঢ্য শোভাযাত্রাটির শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্ভোধন ঘোষণা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক ও উপসচিব মো. তোফাজ্জল হোসেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা শেষে মঞ্চে কেক কর্তন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হেলাল আহমেদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মাহাবুবুর রহমান, ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতাল এর (আর এম) মেডিকেল অফিসার ডা. মো. ফরিদুল ইসলাম, নাট্য ব্যক্তিত্ব, সদস্য জেলা শিল্পকলা একাডেমী সিরাজগঞ্জের আসাদ উদ্দীন পবলু, নজরুল একাডেমী সিরাজগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক রায়হান কবির মিঠু, নজরুল একাডেমী সাবেক সাধারন সম্পাদক মো. আইয়ুব আলী, ও নজরুল একাডেমী সিরাজগঞ্জ জেলা শাখার শেখ ইমরান মুরাদ, শিবলী আহমেদ, মো. নজরুল ইসলাম, প্রদীপ সাহা, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশন এর সাধারন সম্পাদক মো. ফরিদুল ইসলাম সোহাগ, গ্রুপ থিয়েটার সংগঠন নাট্য নিকেতনের সাধনার সম্পাদক মো. হোসেন আলী ( ছোট্ট) প্রমুখ। উল্লেখ্য, ৭ দিনব্যাপী জাতীয় কবি নজরুল ইসলামের ১২৪ তম জন্মোৎসব প্রতিদিন সন্ধা ৭ টায় আলোচনাও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।