এনডিপি প্রতিনিধি : সিরাজগঞ্জে নবাগত পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) কে ফুলেল শুভেচ্ছা জানান জাতীয় পর্যায়ের বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান। ০৭ সেপ্টেম্বর, বুধবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে তাঁকে এ শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। এসময় এনডিপি’র পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) মোসলেম উদ্দিন আহমেদ ও উপপরিচালক (কর্মসূচি) আবু নাইম মো. জুবায়ের খানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২৫ আগস্ট,বৃহস্প্রতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে নবাগত পুলিশ সুপার জেলার দায়িত্বভার গ্রহণ করেন। এর পূর্বে জেলা পুলিশের দায়িত্বে ছিলেন হাসিবুল আলম,বিপিএম’র (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)।