সিরাজগঞ্জ

যোগদানের প্রথম সপ্তাহেই মাদকের বিরুদ্ধে নবাগত পুলিশ সুপারের নির্দেশনায় সফল অভিযান

প্রতিদিন প্রতিবেদন: সিরাজগঞ্জে যোগদানের প্রথম সপ্তাহেই নবাগত পুলিশ সুপার মো. আরিফুর রহমান এর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করল জেলা পুলিশ। ২৮ আগস্ট রাতে জেলা পুলিশের বিশেষ অভিযানে কড্ডার মোড়ে ঢাকা গামী প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১ কেজি ৩৫০ গ্রাম হিরোইনসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করে জেলা পুলিশ। একই দিন সলঙ্গা এলাকায় মহাসড়ক থেকে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করে শহীদুল নামে একজনকে।

নবাগত পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (বার) রোববার দুপুরে জেলা পুলিশ কার্যালয়ের হল রুমে প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের বলেন, পুলিশের বিশেষ অভিযানে ২৮ আগস্ট রাত ০৪:২০ টায় সিরাজগঞ্জ থানার কড্ডার মোড় এলাকা হতে প্রাইভেট কারে মাদক পাচারকালে ১ কেজি ৩৫০ গ্রাম হিরোইনসহ মাদক পাচারকারী অহিদ আলী নবীনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার,সিরাজগঞ্জ সার্কেল মো. জসিম উদ্দিন চৌধুরী এর নেতৃত্বে পুলিশ  রাত ৩টার দিকে রাজশাহী টু ঢাকা মহাসড়কের কড্ডার মোড়ে চেক পোস্ট বসায়।  আনুমানিক রাত ০৪টার দিকে ঢাকাগামী একটি প্রাইভেট কার কড্ডার মোড়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে সিরাজগঞ্জ শহরের রাস্তায় প্রবেশ করে।

পুলিশের আভিযানিক দল ওই প্রাইভেট কারকে ব্যারিকেড দিয়ে থামায় এবং  প্রাইভেট কারের চালক অহিদ আলী নবীন (৩২) কে জিজ্ঞাসাবাদ করে। এসময় প্রাইভেট কার তল্লাসী করে পুলিশ ১ কেজি ৩৫০ গ্রামের  ১৩ প্যাকেট হিরোইন ও ১ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হিরোইনের আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা।

পুলিশ এসময় হিরোইন পাচারের দায়ে অহিদ আলী নবীনকে গ্রেফতার ও প্রাইভেট কারটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত অহিদ আলী নবীনকে জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, মাদক পাচারকারী অহিদ আলী নবীন এর বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকায়। প্রায় সাত বছর ধরে সে মাদক পাচারের সাথে জড়িত। ইতিপূর্বে তার নামে ডিএমপি, ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল ও রাজশাহী জেলার বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।

অভিযানে গ্রেফতারকৃত অহিদ আলী নবীন তার নিজের ওই প্রাইভেট কার ব্যবহার করে অভিনব কায়দায় হেরোইন লুকিয়ে হিরোইন পাচার করত। এভাবে  মাসে সে দুই থেকে তিন বার বিপুল পরিমাণ হিরোইন রাজশাহী থেকে ঢাকার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল জানান।

জেলা পুলিশ সুপার জানান,একই দিন সিরাজগঞ্জে সলঙ্গা এলাকায় মহাসড়ক থেকে ৩ কেজি গাজাসহ পুলিশ গ্রেফতার করে শহীদুল নামের একজনকে।

প্রেস ব্রিফিংয়ে শহরের  গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও  এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোছা. ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. নূর আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল মো. জসিম উদ্দিন চৌধুরী ও অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button