চৌহালীসিরাজগঞ্জ

চৌহালী এসবিএম কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

চৌহালী প্রতিনিধি: চৌহালীতে সমাজসেবক, রাজনীতিক সাবেক এমপি আলহাজ্ব অধ্যাপক মো, শাহজাহান প্রতিষ্ঠিত চৌহালী এস.বি.এম কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত বুধবার ১ ফেব্রুয়ারি, চৌহালী এস.বি.এম কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত, পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্যদিয়ে সূচনা হয়।

অনুষ্ঠানের প্রারাম্ভে অতিথিদের উত্তরীয় পড়ানো ও ২০২২-২৩ সেশনের ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে কলেজ ফুল দিয়ে বরণ করা হয়। পরে স্বাগত বক্তব্য দেন অত্র কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদের।

কলেজ পরিচালনা কমিটি ও উপজেলা আ.লীগের সভাপতি মো. তাজ উদ্দিন সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মো. হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার,থানা অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মো. হজরত আলী মাষ্টার, উপজেলা আ.লীগের সহসভাপতি হাবিবুর রহমান হাবীব,আবু নজির মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার এম.এ. আরিফ সরকার, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম মোল্লা প্রমুখ।  এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক শিক্ষিকা,ছাত্রছাত্রী সহ এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে মো. তাজ উদ্দিন বলেন- এ প্রতিষ্ঠানের শৃংখলা বজায় রাখতে হবে, শিক্ষার মান উন্নয়ন করতে হবে। শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী সহ অভিভাবকদের ভূমিকা রাখতে হবে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন টাঙ্গাইলের ও ঢাকা শিল্পী গোষ্ঠী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button