সিরাজগঞ্জে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন রাজশাহী বিভাগের আয়োজনে বিশ্ব নাট্য দিবস উপলক্ষে আলোচনা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়।
গত সোমবার. ২৭ মার্চ, বিকেলে ৫ টায় শহরের নাট্য লোকের নিজস্ব কার্যালয়ে আলোচনা ও সম্মিলনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন প্রেসিডিয়াম সদস্য ও নাট্যলোকের সভাপতি মমিন বাবু।
এসময় উপস্থিত ছিলেন প্রবীণ নাট্যব্যক্তিত্ব আনু ইসলাম, জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন, শিল্পকলা একাডেমির সদস্য আসাদ উদ্দিন পবলু, সিরাজগঞ্জের নাট্য ফেডারেশন সভাপতি হাফিজুর রহমান সামাদ,সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সোহাগ, নাট্যব্যক্তিত্ব ও সিনিয়র সাংবাদিক হীরক গুন, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ গৌর, নাবিক নাট্যগোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদক আশিক ইকবাল শামীমসহ সিরাজগঞ্জের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ । এবিষয়ে বক্তাগণ বলেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মাধ্যমে প্রতি জেলায় নাট্য সংগঠনগুলো সুসংঘটিত হচ্ছে।