সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ২০ লাখ টাকার হেরোইন উদ্ধার, নারীসহ আটক ২

সিরাজগঞ্জে ২০ লাখ টাকারও বেশি মূল্যের ২১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার নিউ মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার রেহাইচর গ্রামের আব্দুস সালামের স্ত্রী সানজিদা বেগম (৩০) ও পাবনা জেলার সাঁথিয়া থানার নিকুরাহ গ্রামের ইদ্রিস আলীর ছেলে হুমায়ুন কবির (৩৮)।

শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান। তিনি উল্লেখ করেন, শহরের নিউ মার্কেট এলাকায় একটি কাপড়ের দোকানের সামনে অভিযান চালিয়ে নারীসহ দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এ র‌্যাব কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button