স্টাফ রিপোর্টার : আসন্ন জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে নারী সদস্য ফরম উত্তোলন করেন সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফারজানা সিদ্দিকা অপু বারী। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরের জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় থেকে তিনি সংরক্ষিত নারী আসনের সদস্য ফরম উত্তোলন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি বেগম নূরমহল, সাবেক সহসভাপতি বেগম আলিয়া বেগম, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ইদাত আরা বিউটি, মহিলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক কল্পনা ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়েশা নাসরিন এমিলি, সাবেক কোষাধ্যক্ষ ও পৌর কাউন্সিলর শিখা খাতুন, যুব মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক রুমানা রেশমা, পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও কাউন্সিলর স্বপ্না হাবিব, পৌর কাউন্সিলর ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মিনা খাতুন ও পৌর কাউন্সিলর মিরা খাতুন প্রমুখ।
এসময় ফারজানা সিদ্দিকা অপু বারী বলেন, জেলা পরিষদের নির্বাচন আমি প্রার্থী হয়েছি। নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উন্নয়নের কাজ করে যাব।