এএলআরডির সহযোগিতায়, প্রোগ্রাম ফর উইমেন ডেভেলপমেন্ট (পিডাব্লিউডি) আমলাপাড়া, সিরাজগঞ্জ এর আয়োজনে ২৮ অক্টোবর শনিবার আর্ন্তজাতিক গ্রামীন নারী দিবস -২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ও সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দিবসের অনুষ্ঠানে গ্রামীন নারী দিবস এর উপরে গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন, সংস্থার নির্বাহী পরিচালক হুসনে আরা জলি।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এ্যাডভোকেট শামীমা ইয়াসমীন রিমা, মহিলা কাউন্সিলর মিরা খাতুন, যমুনা সায়েন্স ক্লাবের প্রেসিডেন্ট এম রেজাউল করিম, ট্রান্সজেন্ডার সংগঠনএর সভাপতি ওমর ফারুক রাব্বী প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় নারীরা, কিশোরী ক্লাবের ছাত্রীবৃন্দ, গন্যমান্য ব্যক্তিগণ ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আর্ন্তজাতিক গ্রামীন নারী দিবস -২০২৩ এর পরিপত্র পাঠ করেন পিডাব্লিউডির প্রোগ্রাম অফিসার মো. আবুল ফতেহ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন পিডাব্লিউডির এ্যাকাউন্স অফিসার লুৎফুননেছা। আলোচনা শেষে তিন জনকে নারীকে বিশেষ অবদানের জন্য সন্মননা ক্রেস্ট প্রদান করা হয়।