জাতীয়

এনডিপির উদ্যোগে কুড়িগ্রামে আন্তজাতিক নারী দিবস পালন

 ‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ পতিপাদ্য বিষয় নিয়ে এনডিপি কর্তৃক বাস্তবায়িত ইন্টিগ্রেটেড রিস্ক ম্যানেজমেন্ট (আই.আর.এম-যা পূর্বের ব্রাজ প্রকল্প নামে পরিচিত) প্রকল্পের উদ্যোগে কুড়িগ্রামে আন্তজাতিক নারী দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে ৮ই মার্চ জেলার চিলমারী উপজেলা পরিষদ প্রাঙ্গণে র‌্যালি ওআলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য (কুড়িগ্রাম-৪) মো. বিপ্লব হাসান পলাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যানমো. নুরুজ্জামান আজাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আসমা চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ব খাদ্য কর্মসূচীর হেড অব ফিল্ড অফিস (রংপুর) বিথিকা বিশ্বাস, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারী ও বেসরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুল ইসলাম।

আলোচনা পরবর্তীতে আই.আর.এম (পূর্বের ব্রাজ) প্রকল্পের উদ্যমী ৯জন উপকারভোগী নারীদের মাঝে আইজিএ’র মূলধন বৃদ্ধির জন্য নগদ ১৫০০টাকা ও একটি ক্রেষ্ট পুরষ্কার হিসেবে প্রদান করা হয়। এসময়কুড়িগ্রাম জেলায় এনডিপি কর্তৃক বাস্তবায়িত ৩ টি প্রকল্পের (আই.আর.এম/ব্রাজ, ডিআরআর ও ইসিসিসিপি ফ্লাড) কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button