সিরাজগঞ্জ

পৃথিবী থেকে বিদায় নিলেন নার্গিস মান্নান

প্রতিদিন প্রতিবেদক: সোসাল ইসলামি ব্যাংক লিমিটেড ( এসআইবিএল) এর উদ্যোক্তা পরিচালক ও পরিচালনা বোর্ডের সদস্য বিশিষ্ট সমাজসেবী নার্গিস মান্নান (৭৯) বছর বয়সে গত বুধবার (২ নভেম্বর) সকালে ঢাকায় এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন( ইন্নালিল্লাহি. . . . .  .রাজিউন)। তিনি ব্রেন টিউমার এর অপারেশনজনিত জটিলতায় ভুগছিলেন।  তার নামাযে জানাযা বুধবার ঢাকার বারিধারা ডিপ্লোমেটিক জোন মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাকে ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়।

নার্গিস মান্নান সিরাজগঞ্জ পৌরএলাকার শহিদগঞ্জ প্রয়াত খাদেম আলীর পুত্র ইসলামিক অর্থনীতিবিদ প্রয়াত ড. আব্দুল মান্নান এর সহধর্মীনি। প্রয়াত ড. মান্নান ও নার্গিসন মান্নান এর ছেলে চিকিৎসক ও মেয়ে অর্থনীতিবিদ। উভয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করে।

মরহুমের মৃত্যুতে তার বিদেহি আত্মার প্রতি শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেচদনা জানিয়েছে সিরাজগঞ্জের নার্গিস মান্নান ডায়াগনষ্টিক ল্যাব এর কর্মকর্তা, চিকিৎসক ও কর্মচারিগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button