জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বাষির্কী উপলক্ষে নাসিমা আলাউদ্দিন ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। গত সোমবার ২১ আগস্ট কামারখন্দের বাগবাড়ী গ্রামে আব্দুল জলিল স্মৃতি উচ্চ বিদ্যালয়ে অসহায় দরিদ্র মানুষের মাঝে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হয়।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন নাসিমা আলাউদ্দিন ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. দীপক কুমার সাহা। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী স্বপ্না দত্ত, নার্স হাসিনা খাতুন, ল্যাব টেকনোলজিষ্ট মো. রাজিব সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদ।
ক্যাম্পে বাগবাড়ী গ্রামের ৫৫ জন অসহায় দরিদ্র রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান করা হয় ও তাদের স্বাস্থ্যের যত্ন সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। এছাড়াও এনডিপির যে সকল সদস্যদের পরিক্ষা করা দরকার তাদের নাসিমা আলাউদ্দিন ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এ সকল পরিক্ষা নিরীক্ষা করার জন্য রেফার করা হয় এবং তাদের সকল পরিক্ষা নিরীক্ষায় ৫০% ছাড় দেওয়া হয়।