সিরাজগঞ্জে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহিদ এম. মনসুর আলীর সন্তান সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম এর ৩য় মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার, ১৩ জুন, বিকেলে শহরের শহিদ এম. মনসুর আলী অডিটরিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমর বিদেহী আত্মার শান্তি কামনা একই সঙ্গে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। পরে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধায় ১ মিনিট নিরাবতা পালনের মধ্যদিয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. কে এম হোসেন আলী হাসান।
স্মরণ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, ৬৩, সিরাজগঞ্জ-২ আসনের এম.পি. অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সুর্য, ফিরোজ ভূইয়া, অ্যাড, বিমল কুমার দাস, আলহাজ ইসহাক আলী, সিরাজগঞ্জের পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম স্বজল, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, সাধারণ সম্পাদক হাসনা হেনা, জেলা ছাত্র লীগের সভাপতি আহসান হাবিব খোকা, সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ বিন আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।
স্মরণ সভায় বক্তারা বলেন মোহাম্মদ নাসিম দেশকে ভালোবাসতেন, সিরাজগঞ্জের মানুষকে ভালোবাসতেন ও সম্মান করতেন। তেমনি তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতি ছিলেন অবিচল। তার বাবা শহিদ এম. মনসুর আলী বঙ্গবন্ধুর সাথে বিশ^াসঘাতকতা না করে মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছিলেন। প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমও আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রশ্নে কোন আপোষ করেননি। তিনি ছিলেন সিরাজগঞ্জের গর্ব,ছিলেন একজন নির্ভিক রাজনীতিবিদ। সিরাজগঞ্জের উন্নয়নে মোহাম্মদ নাসিমের কথা ভুলবার নয়।