রায়গঞ্জসিরাজগঞ্জ

চান্দাইকোনা ইউনিয়নে ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করলেই পুরস্কার

রায়গঞ্জ থেকে মো. মোকাদ্দেস হোসাইন সোহান: ‘জন্ম নিবন্ধন একবার, বিড়ম্বনা নয় বার বার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সঠিক সময়ে মৃত্যুর সনদ  ও শিশুর জন্ম নিবন্ধন করার কাজ করছে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদ শিশু অধিকার নিশ্চিত করণের সহায়তা এবং ১৮ টিরও অধিক সেবা পেতে জন্ম সনদের ব্যবহার বাধ্যতামুলক হিসাবে “যত নিবন্ধন-তত পুরস্কার, এক হাতে নিবন্ধন অন্য হাতে পুরস্কার শ্লোগানে জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন চালু করেছে।

ক্যাম্পেইন চলমান রাখার ধারাবাহিকতায় সোমবার (১৭ অক্টোবর) ইউনিয়নে জন্ম ও মৃত্যুর নিবন্ধনে উৎসাহিত করার লক্ষ্যে ৪৫ দিনের মধ্যে শিশুর মা-কে জন্ম নিবন্ধন সনদসহ পুরষ্কার বিতরণ করা হবে বলে জানান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খাঁন।

ক্যাম্পেইন ঘোষণাকালে উপস্থিত ছিলেন, ইউপি সচিব মাহবুবুর রহমান, ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার আরফিনুল হক, ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। এমন মহৎ উদ্দোগের জন্য সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

এ বিষয়ে ইউপি সচিব মাহবুবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনের সনদ বিতরণকে সফল করতে আমরা এই কার্যক্রম চলমান রেখেছি।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান খাঁন বলেন, ধনী গরিব নয়, চান্দাইকোনা ইউনিয়নের সকল সাধারণ মানুষ যেন কোন ভোগান্তি ছাড়ায় সেবা গ্রহন করতে পারে, আর এজন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতভাগ জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধনে আমরা বিভিন্ন ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করছি এবং সেবা গ্রহিতাদের পুরস্কার ও বিতরণ করেছি। চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ একজন নাগরিক ঘরে বসেই সকল সেবা পাবে এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button