জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে গতকাল সোমবার, ১৬ জানুয়ারি, সকালে সিরাজগঞ্জে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ণ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ একে শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মুহাম্মদ আনোয়ার হোসেন।
থাকব ভালো,রাখব ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়,গড়ব বাংলাদেশ-এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ণ ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. রায়হান কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল হাসান, প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদ।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মানবসম্পদ বিভাগ) ইসরাত জাহান এর সঞ্চালনায় আয়োজিত সেমিনারে এসময় উপস্থিত ছিলেন রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম সরকার, বহুলী ইউপি চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন, মেছড়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মজিদ, কালিয়াহরিপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সবুর, ছোনগাছা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান মো. জিয়াউল হক জিয়া মুন্সি, যুবউন্নয়ণ অধিদপ্তরের উপপরিচালক মো. শরিফুল ইসলাম, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আরা, ব্র্যাক প্রতিনিধি হামিদা হাসান,মানবাধিকার কর্মী রফিকুল ইসলাম সাইদ, কাজী সোহেল রানা, জেলা জনশক্তি অফিসের জরিপ কর্মকর্তা মোঃ আব্দুল মান্নানসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন ইউনিয়নের উদ্যোক্তাগণ।