সদরসিরাজগঞ্জ

নিরাপদ অভিবাসন দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জে নিরাপদ অভিবাসন দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার (২ মে) সিরাজগঞ্জ ইনস্টিটিউ অব মেরিন টেকনোলজি (আইএমটি) অয়োজনে প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

আইএমটি’র অধ্যক্ষ প্রকৌশলী মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শ্রম ও জনশক্তি দপ্তরের  কর্মকর্তা মো. আনোয়ার হেসেন, সিরাজগঞ্জ সদর টিটিসি অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, সায়দাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নবীদুল ইসলাম ও রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ প্রমূখ। বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী কর্মশালায় আইএমটির শিক্ষক ও বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সহ ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মশালায় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষন গ্রহন করে দক্ষতা অর্জন করে সরকারের মাধ্যমে বৈধপথে বিদেশ গমনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button