সদরসিরাজগঞ্জ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা ঘোষনা: সিরাজগঞ্জের ৬ আসনে নবাগত ৩

আগামী ৭ জানুয়ারি সারাদেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।  নির্বাচনে সারা দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৮ দলীয় প্রার্থীর চুড়ান্ত নাম ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী লীগ।  রোববার, ২৬ নভেম্বর, বিকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে একযোগে সারাদেশের ২৯৮ আসনের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষনা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাদ রাখা আসন দুটো হলো, কুষ্টিয়া-২ এবং নারায়ণগঞ্জ-৫। এদিকে ঘোষণায় সিরাজগঞ্জের ৬ সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন নবাগত তিন প্রার্থী, থেকে বাদ পড়লেন তিন এমপি।

সিরাজগঞ্জের ৬ সংসদীয় আসনে নৌকা প্রতিকে মনোনয়ন পেলেন সিরাজগঞ্জ-১ ( কাজিপুর) আসনে বর্তমান এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ -২ (সদর-কামারখন্দ) আসনে নবাগত প্রার্থী ড. জান্নাত আরা হেনরী, সিরাজগঞ্জ -৩ (তাড়াশ-রায়গঞ্জ -সলঙ্গা একাংশ) আসনের বর্তমান এমপি ডা. মো. আব্দুল আজিজ, সিরাজগঞ্জ – ৪ (উল্লাপাড়া – সলঙ্গা একাংশ ) আসনে নবাগত প্রার্থী সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী -এনায়েতপুর একাংশ ) আসনে বর্তমান এমপি মো. আব্দুল মমিন মন্ডল, সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর-এনায়েতপুর একাংশ) আসনে সাবেক এমপি মো. চয়ন ইসলাম।

ঘোষিত তালিকায় নবাগত তিন প্রার্থী ২০০৮ সালে অনুষ্ঠিত ৯ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন। এরমধ্যে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে নির্বাচনে ড. জান্নাত আরা হেনরী প্রতিদ্বন্দ্বিতা করে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। মো. চয়ন ইসলাম সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর-এনায়েতপুর একাংশ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন এবং বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি সিরাজগঞ্জ – ৪ (উল্লাপাড়া – সলঙ্গা একাংশ ) আসনে মনোনীন ও নির্বাচিত হন। পরে তিনি উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান হিসবে নির্বাচিত হন। পরে তিনি উল্লপাড়া উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনের জন্য মনোনয়ন পত্র দাখিল করেন।

ঘোষিত চুড়ান্ত প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন সিরাজগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা একাংশ) আসনের এমপি তানভির ইমাম, সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর-এনায়েতপুর একাংশ) এমপি অধ্যাপক মেরিনা জাহান কবিতা। এদিকে দলীয় মনোনয়ন ঘোষনা হওয়ার সাথে সাথে জেলার প্রত্যেকটি আসনে নিজ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হওয়ায় আনন্দ -উল্লাস করেছে প্রার্থীর কর্মী-সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button