সদরসিরাজগঞ্জ

নির্বাচনে বিশৃঙ্খলা করলে প্রার্থিতা বাতিল হতে পারে : ইসি রাশেদা

স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশনার বেগম রাশেদা চৌধুরী বলেছেন, আমরা সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপুর্ণ নির্বাচন করাতে চাই। কিন্ত যারা অস্থিতিশীল অবস্থা ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে নির্বাচন করবেন তাদের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে সেটা তদন্ত করার জন্য আমাদের ইলেক্ট্ররাল কমিটি মাঠে কাজ করছে। অভিযোগ পেলে তদন্ত রিপোর্ট নির্বাচন কমিশন বরাবর পাঠানো হচ্ছে।

কেউ যদি আচরণ ভঙ্গজনিত কাজ করেন, সে অভিযোগ প্রমাণিত হলে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে সর্বনিম্ন ২০ হাজার ও সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা এমনকি তার প্রার্থিতা বাতিল হতে পারে।

শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা সবাইকে সংযত হয়ে কাজ করার জন্য বলছি, ভোটাররা যাতে কেন্দ্রে আসে, যাতে ভয় না পায় সেটা নিশ্চিত করতে হবে।

এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে বেগম রাশেদা চৌধুরী বলেন, আপনাদের আস্বস্ত করতে চাই। আপনারা স্বাধীনভাবে কাজ করবেন। আপনাদের যদি ভয় দেখানো হয়,  কাজে বাঁধা দেওয়া হয় বা আপনাদের ইকুইপমেন্ট জোর করে নেওয়া হয় এই বিষয়টিও  আমরা শাস্তির আওতায় এনেছি।

এর আগে সকালে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা সিরাজগঞ্জ সরকারি কলেজে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় করেন। জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির, রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আনিসুর রহমান বিপিএম(বার)পিপিএম (বার), রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল ( বিপিএম বার পিএমবার) ,জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রফেসর অধ্যক্ষ টি.এম সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা প্রশাসন, জেলা পুলিশ, সকল উপজেলার নির্বাহী অফিসার, সকল থানার অফিসার ইনচার্জ নির্বাচন কর্মকর্তা ও জেলার সকল প্রিজাইডিং অফিসারগণ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সাক্ষাৎ করা হয়। উল্লেখ্য সিরাজগঞ্জের ৬ টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী ৩০ জন প্রার্থী সাথে ও আইনশৃঙ্খলা বাহিনী সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাগণের সাথে এবং প্রিজাইজিং অফিসারগণের সাথে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button