৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে আজ ২১ মে, মঙ্গলবার, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দুটি উপজেলা পরিষদের এ নির্বাচনে উল্লাপাড়ায় ৫ জন ও তাড়াশে ২ জন চেয়ারম্যান মোট ০৭ চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে এ নির্বাচনে উল্লাপাড়ায় উপজেলা পরিষদে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার কন্যা সেলিনা মির্জা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে দুটি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে। নির্বাচনকে সুষ্ঠভাবে সম্পন্নের লক্ষ্যে ইতিমধ্যেই যাবতীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে বলে জানা যায়।
উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার কন্যা সেলিনা মির্জা মোটর সইকেল প্রতিক নিয়ে লড়ছেন। অন্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে হেলিকপ্টার প্রতিকের নবী নেওয়াজ খান বীনু, ঘোড়া প্রতিক নিয়ে হেদায়েত আহমেদ এলান, দোয়াত কলম প্রতিকে নিয়ে মো. জহুরুল ইসলাম মিলটন ও আনারস প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন আকমল হোসেন। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান তালা প্রতিক নিয়ে মনিরুজ্জামান পান্না, চশমা প্রতিক নিয়ে আবু সাঈদ সরকার স্বপন, উড়োজাহাজ প্রতিক নিয়ে জাহিদুজ্জামান কাকন, বই প্রতিক নিয়ে আলমগীর হোসেন, টিউবওয়েল প্রতিক নিয়ে সরোয়ার হোসেন ও টিয়া পাখি প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শরিফুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে একা খাতুন, হাঁস প্রতিক নিয়ে লাভলী সাব্বির, পদ্ম প্রতিক নিয়ে সুমাইয়া সরকার, সেলাই মেশিন প্রতিক নিয়ে ঝর্না খাতুন ও কলস প্রতিক নিয়ে সবিতা প্লাবনী সুইটি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লাপাড়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার২ শত ৮৬ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছে ২ লাখ ১৮ হাজার ৮৬ জন। পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৬ শত ৯৩ জন। এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৮ জন।
অন্যদিকে তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনারস প্রতিক নিয়ে সঞ্জিত কর্মকার ও দোয়াত কলম প্রতিক নিয়ে মনিরুজ্জামান মনি।
এ উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতিক নিয়ে জর্জিয়াস মিলন রুবেল, বৈদ্যুতিক বাল্ব প্রতিক নিয়ে আনোয়ার হোসেন খান, তালা প্রতিক নিয়ে আব্দুল খালেক পিয়াস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতিক নিয়ে মনোয়ারা বেগম মিনি, সিলিং ফ্যান প্রতিক নিয়ে মর্জিনা খাতুন, ফুটবল প্রতিক নিয়ে মাহফুজা আক্তার, প্রজাপতি প্রতিক নিয়ে শায়লা পারভীন ও হাঁস প্রতিক নিয়ে নাজমা খাতুন নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।
তাড়াশ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৫৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৭৭ হাজার ৯৮৯ জন, নারী ভোটার সংখ্যা ৭৮ হাজর ৫৩৯ জন এবং হিজরা ভোটার সংখ্যা ৩ জন। আজকের নির্বাচন অবাধ ও সুষ্ঠ্যুভাবে সম্পন্নের লক্ষ্যে সকল ধরনের প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যে রিটানিং অফিসার স্বাক্ষরিত পত্রে জানা যায়, নির্বাচনের পূর্ববতী মধ্যরাত ১২টা থেকে ২১ মে মধ্যরাত ১২টা পর্যন্ত সকল নির্বাচনী এলাকায় বিশেষ কয়েকটি নৌযান যেমন লঞ্চ, ইঞ্জিন বোট, (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতিত) ইত্যদি চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।