সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন এর সাথে সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, ইউপি চেয়ারম্যানগণ, সুধীজন এবং সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময়ে নবাগত নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।  গতকাল মঙ্গলবার, ৪ জুলাই সকাল ১১ টায় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন।

এসময়ে নবাগত নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে একযোগে ভালো কাজগুলো করতে হবে।সমাজের বিভিন্ন সমস্যা যেমন- মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, ইভটিজি, বাল্যবিবাহ সহ সকল ধরনের অপরাধমূলক কর্মকান্ড বন্ধ করতে এবং সকল উন্নয়নমূলক কাজ করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা গাজী সোহরাব আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা গাজী শফিকুল ইসলাম শফি, বীরমুক্তিযোদ্ধা গাজী আলহাজ্ব মো. ইসহাক আলী তালুকদার, বীরমুক্তিযোদ্ধা জগলুর রহমান সহ অন্যান্যরা, সদর উপজেলা শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, এলজিইডি সদর উপজেলা প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. নুরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইদুল হক, সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মনোয়ারা আরজু, পাট উন্নয়ন কর্মকর্তা মো. মাইদুল ইসলাম লুলু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আনোয়ার হোসেন সদর উপজেলা আনছার- ভিডিপি কর্মকর্তা মোছা. হুসনে আরা, সদর উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোছা. মিশু আকতার সহ অন্যান্যকর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া মুন্সি, শিয়ালকোল ইউপি চেয়ারম্যান শেখ মো. সেলিম রেজা, বহুলী ইউপি চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন সেখ বাগবাটি ইউপির চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, বাগবাটি ইউপির চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা, সুধীজন, গুনীজন এবং সাংবাদিকদের একাংশ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার সঞ্চালনা করেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস.এম.নাছিম রেজা নুর দিপু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button