সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা সোনাখাড়া ইউনিয়নের পশ্চিম আটঘরিয়া গ্রামের ৫৫ বছর বয়সি নির্মল কুমার মাহাতো ছানির কারণে দৃষ্টি শক্তি হারিয়ে যেতে বসেছিলেন। তার চোখের দৃষ্টি ফেরানোর জন্য প্রয়োজন ছিল একটি অপারেশন। কিন্তু আর্থিক সংকটের কারণে তিনি চোখের অপারেশন করতে পারছিলেন না। নির্মল কুমার মাহাতোর এই দুরাবস্থায় তার পাশে দাঁড়ালেন বেসরকারি উন্নয়ন সংস্থা এনডিপি।
এনডিপি স্বাস্থ্য সেবা কর্মসূচির উদ্যোগে গতকাল ২ মার্চ বৃহস্পতিবার তার অপারেশন সম্পন্ন করেন ভিষন আই কেয়ার এর চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. আবদুল্লাহ আল মামুন।
এই অপারেশন খরচের চেক ভিশন আই কেয়ার ক্লিনিক এর স্বত্তাধীকারী ডা. আবদুল্লাহ আল মামুনের হাতে তুলে দেন এনডিপি পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) মোসলেম উদ্দিন আহমেদ ও উপপরিচালক (প্রকল্প) মো. জুবায়ের জাহান খান। এসময় উপস্থিত ছিলেন, এনডিপির সহকারী পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) মো. সাইফুল ইসলাম।