সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিতহ ১

প্রতিদিন প্রতিবেদক : সিরাজগঞ্জে ২ টি মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় আব্দুল মালেক সরকার নামে এক এনজিও কর্মী নিহত ও শরিফুল ইসলাম নামে একজন আহত হয়।   সোমবার (১০ অক্টোবর) সকালে নাটোর-বোনপাড়া মহাসড়কে তাড়াশ উপজেলার মান্নান নগর তেলের পাম্প এলাকায় এ দুরর্ঘটনা ঘটে।  নিহত মালেক উল্লাপাড়া উপজেলার পোড়াদগ গ্রামের মৃত বাহেজ আলীর ছেলে। তিনি এনডিপি নাটোর শাখায় সহকারী শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। আহত শফিকুল ইসলাম রাজশাহী জেলার বাঘা উপজেলার বাসিন্দা। তিনি ব্রাকে শাহজাদপুর এরিয়ার এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। আহত শফিকুল রাজশাহী হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, নিহত মালেক অফিসের উদ্যেশ্যে মোটারসাইকেল যোগে নাটোর যাওয়ার পথে অপর একটি মটরসাইকেলর সাথে ধাক্কা লাগে এসময় তিনি পড়ে গেলে পিছন থেকে অন্য কোন অজ্ঞ্যত গাড়ি তাকে চাঁপা দেয়। এসয় ঘটনাস্থলেই সে মারা যায়।

এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আমরা খরব পেয়ে ঘটনাস্থলে যাই।  চালক নিজেই এক্সিডেন্ট করেছে নাকি অন্যকেউ চাঁপা দিয়েছে বের করার চেষ্টা করছি।

এব্যাপারে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি এর পক্ষ থেকে এক শোক বার্তায় সংস্থার নির্বাহী পরিচালক নিহতের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পারবারের প্রতি সমবেদনা জানান। ও সংস্থার পক্ষ থেকে পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button